• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-২-২০২৩, সময়ঃ রাত ০৭:৩১

সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় দুটি  মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে-এমপি রিপন



ভবতোষ রায় মনা ►

জাতীয় সংসদের সাংসদ মাহমুদ হাসান রিপন বলেছেন, সমাজ গঠনে আজকে আমাদের এই খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজ খেলাধুলা থেকে অনেক দুরে সরে গেছে। তাদেরকে খেলাধুলায় ফিরিয়ে আনতে এসকেএস ফাউ-েশন যে উদ্যোগ নিয়েছে তাতে প্রতিষ্ঠানটি প্রশাংসার দাবিদার। এজন্য প্রথমে ধন্যবাদ জানাতে চাই টুর্নামেন্টের আয়োজক এসকেএস ফাউণ্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনকে। যেভাবে এসকেএস ফাউণ্ডেশন এই সাঘাটা-ফুলছড়ি শুধু নয়, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন। ঠিক তার পাশাপাশি যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন।

প্রধান অতিথি আরও বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছে অতিদ্রুত এ দু'উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করবেন।

সাঘাট ও ফুলছড়ির উন্নয়নে ও সমাজ গঠনে ফুটবল, ক্রিকেটসহ পুরনো সকল খেলার ঐতিহ্য ফিরে আনার জন্য অভিভাবক এবং দুই উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকদের এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এসকেএস ফাউ-েশনের পৃষ্ঠপোষকতায় ও ২নং ভরতখালী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে এসকেএস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের এমপি মাহমুদ হাসান রিপন এসব কথা বলেছেন। এর আগে তিনি বেলুন, পায়রা উড়িয়ে এসকেএস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

শুক্রবার বিকেলে ভরতখালী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আন্ত:জেলা এসকেএস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবু বকর সিদ্দিক, প্রধান পৃষ্ঠপোষকতায় এসকেএস ফাউণ্ডেশন এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, এসকেএস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর সভাপতি ভরতখালী ইউপি চেয়ারম্যান মো: ফারুক হোসেন আর্মি।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মাহমুদ হাসান রিপনের সহধর্মনী ডা: মারিয়া জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাদুল্ল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাহারিয়া খান বিপ্লব ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সাঘাটার অতিরিক্ত দায়িত্ব মো: আনিছুর রহমান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এস এম সামছুল আরেফিন টিটু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, সাঘাটা থানার ইনচার্জ মো: রাজু সরকার, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মো: কাওছার আলী, বোনারপাড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: ফারুকুল ইসলাম।

ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ গ্রুপের খেলায় অংশ নেন রংপুর ফুটবল একাদশ বনাম টাঙ্গাইল ফুটবল একাদশ। প্রথম ম্যাচে ৯০ মিনিটের শ্বাসরুদ্ধকর খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় খেলা চলে যায় ট্রাইবেকারে। রংপুর ফুটবল একাদশ ৫টি গোল করলেও টাঙ্গাইল ফুটবল একাদশ ৪টি গোল করেন। শেষপর্যন্ত ম্যাচটিতে ৫-৪ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর-টাঙ্গাইলের খোলোয়াররা।